দেশের ৬৫ বছর বয়সী মানুষকে পেনশনের আওতায় আনা সম্ভব বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বুধবার (৬ নভেম্বর) সকালে সিপিডি ও অক্সফ্যাম আয়োজিত ইউনির্ভাসেল পেনশন স্কীম ইন বাংলাদেশ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, দেশে ৬৫ বছরের বেশি জনসংখ্যা প্রায় ৭৯ লাখ। যার সাড়ে ৭ ভাগ মানুষ সরকারি অবসর ভাতার আওতায়। তবে শতকরা ৪০ ভাগ মানুষ কোনো অবসর ভাতা পান না। এমন মানুষদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা দেয়ার জন্য সার্বজনীন অবসর ভাতার রূপরেখা প্রস্তাব করেছে সিপিডি।
এতে বলা হয়, সার্বজনীন অবসর ভাতা চালু করতে আইনের সংস্কারসহ নিয়ন্ত্রণ সংস্থা গঠন করতে হবে। প্রস্তাবনায় বলা হয়, সরকারের এ খাতে ব্যয় হবে জিডিপির শতকরা শূন্য দশমিক পাঁচ ভাগ থেকে শূণ্য দশমিক সাত ভাগ।
।