শিশু নিরাপত্তা বীমা পরিকল্প: বীমার শুরুতে শিশুর সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে ৬ মাস ও ১৫ বছর।
পলিসির সুবিধাসমূহ:
ক ) বীমা চলাকালীন সময়ে যদি প্রিমিয়াম দাতা মারা যান তাহলে আর কোন প্রিমিয়াম দিতে হবে না উপরন্তু মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত শিশুকে প্রতি মাসে মূল বীমার শতকরা ১ ভাগ অর্থ প্রদান করা হবে এবং মেয়াদ শেষে অর্জিত লাভসহ প্রদান।
খ ) মেয়াদ পূর্তির পূর্বেই যদি শিশু মারা যায় তবে মারা যাওয়ার সময়ে পলিসির মেয়াদ ৬ মাসের কম হলে বীমার অংকের ২৫% /১ বছরের কম হলে বীমার অংকের ৫০% / ২ বছরের কম হলে বীমার অংকের ৭৫% / ২ বছরের বেশি হলে বীমার ১০০% প্রদান হয়
গ ) যদি প্রিমিয়াম দাতা ও শিশু উভয়েই মেয়াদপূর্তি পর্যন্ত জীবিত থাকে তাহলে অর্জিত লাভসহ অর্থ দাতাকে প্রদান করা হয়।
বীমার জন্য প্রয়োজনীয়:
শিশুর বয়স প্রমাণ হিসেবে প্রিমিয়াম দাতার ঘোষণাপত্র,জন্মসনদ,টিকা কার্ড অথবা অধ্যয়ণরত শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি।