জয়পুরহাট প্রতিনিধিঃ ১৯ নভেম্বর,২০ জয়পুরহাটের আক্কেলপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের পপুলার ডিপিএস প্রকল্পের ২০ জন বীমা গ্রাহকের ১২ লক্ষ ১৬ হাজার ৭৮৯ টাকার চেক সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রাহকদের হাতে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল রুমে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের পপুলার ডিপিএস প্রকল্পের জয়পুরহাট সার্ভিস সেল ইনর্চাজ ও জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি এবং একুশে টেলিভিশন, দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিলকপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য শামিনুর রেজা মিঠু । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিলকপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম সুইট, তিলকপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের সহকারী সহকারী প্রধান শিক্ষক মঞ্জুরুল করিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পপুলার ডিপিএস প্রকল্পের জয়পুরহাট ডিস্ট্রিক কো-অর্ডিনেটর রাজু সরদার, বটতলী ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মহিউদ্দিন, আক্কেলপুর ডিস্ট্রিক কো-অর্ডিনেটর জাকির হোসেন, ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
মহামারী করোনা ভাইরাসের মধ্যেও পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ তাদের গ্রাহকদের খোজখবর নেওয়ায় ও গ্রাহকদের দাবী পরিশোধ করায় কোম্পানীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন উপস্থিত অতিথি ও গ্রাহকেরা।
।