বাংলাদেশে সাধারণত দুই ধরনের বীমা হয়--জীবন বীমা এবং সাধারণ বীমা। জীবন বীমায় একজন ব্যক্তি নিজের বা পরিবারের কোন সদস্যের জীবন বীমা করাতে পারেন। এতে বীমাকারী ব্যক্তির মৃত্যুর পর পরিবার অথবা নমিনি করা ব্যক্তিকে বীমাকৃত অর্থের পুরোটাই প্রদান করা হবে।
বাংলাদেশের গার্মেন্ট শ্রমিকদের স্বাস্থ্য বীমা। আর সাধারণ বীমার মধ্যে স্বাস্থ্য, বাণিজ্য, শিল্প, কৃষি, যানবাহনসহ যত ধরনের বীমা হয় তার সব কিছুই পড়ে।
বাংলাদেশে মোট ৭৯টি বীমা প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে ৩৩টি জীবন বীমা, ৪৬টি সাধারণ বীমা কোম্পানি। এর মধ্যে একটি জীবন বীমা এবং একটি সাধারণ বীমার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আছে। দুটি বিদেশী বীমা কোম্পানিও আছে এর মধ্যে রয়েছে।
।