লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া বেপারী বাড়ির ইয়াসিন আলী শ্বাসকষ্ট জনিত কারণে মৃত্যু বরণ করেছেন।
শনিবার (২৬ ডিসেম্বর) সকাল সোয়া দশটায় নোয়াখালীর মাইজদীতে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সাবেক সার্জেন্ট ইয়াসিন আলী দুই হাজার আট সাল থেকে বিশ সাল পর্যন্ত প্রগতি লাইফ ইন্সুইরেন্স লিমিটেড এর কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রগতি লাইফ ইন্সুইরেন্স লিমিটেড এর নোয়াখালী লক্ষ্মীপুর জোন এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ সিরাজ উদ্দিন বলেন, ইয়াসিন আলী প্রগতি লাইফ পরিবারের একজন একনিষ্ঠ কর্মকর্তা ছিলেন। আমি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
।