প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ সম্প্রতি বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিসিএমইএ) এর সাথে গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষর করেছে। প্রগতি লাইফ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. জে. আজিম ও বিসিএমইএ এর প্রেসিডেন্ট মোঃ সিরাজুল ইসলাম মোল্লা স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এই চুক্তির অধীনে প্রগতি লাইফ বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন ভূক্ত সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা, শ্রমিকদের গ্রুপ জীবন ও স্বাস্থ্য বীমা সেবা প্রদান করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক, মোঃ রফিকুল আলম ভূঁইয়া ও মহা ব্যবস্থাপক (গ্রুপ বীমা) মোহাম্মদ শাহ্ আলম কিরণ এবং বিসিএমইএ এর সচিব জাহেদী হাসান চৌধুরী ও সহকারী সচিব মোঃ জুলফিকার আলী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
।