প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমাগ্রাহক মোঃ নজরুল ইসলাম খান (হাবীব) এর মরণোত্তর বীমা দাবীর ২২,২৬,০০১/- (বাইশ লক্ষ ছাব্বিশ হাজার এক) টাকার চেক তার নমিনি (স্ত্রী) শাহারুন নেছার হাতে হস্তান্তর করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে)। এসময় উপস্থিত ছিলেন ডিএমডি ও ইনচার্জ (উন্নয়ন প্রশাসন বিভাগ) মোঃ আনিছুর রহমান মিয়া, এসইভিপি ও ইনচার্জ ঢাকা জোন-০৬ মোঃ সেলিম মিয়া, ইভিপি ও ইনচার্জ ঢাকা জোন-০৮ মোঃ রেজা আকবর ফয়সাল, এসভিপি ও ইনচার্জ মালিবাগ এফপিআর সেন্টার মোসাঃ বকুল বেগম প্রমুখ।