বাংলাদেশ ইন্সটিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) “Career Development Program (CDP)” শীর্ষক একটি বিশেষ সার্টিফাইড কোর্সের অনলাইন প্রিভিউ প্রোগাম গত ০৩ মার্চ ২০২১ তারিখে সম্পন্ন করেছে। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বর্তমান ও ভবিষ্যৎ মানবসম্পদের দক্ষতা উন্নয়নের লক্ষ্য নিয়ে এই কার্যক্রম করতে যাচ্ছে।
সিডিপি (CDP) কোর্সটি পেশাগত দক্ষতা বিকাশের জন্য প্রস্তুত করা হয়েছে যা অত্যন্ত যুগপোযোগী। এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো শিক্ষার্থী ও নতুন চাকরিজীবীদের প্রয়োজনীয় জ্ঞান, ইংরেজী ভাষা, তথ্য-প্রযুক্তি, যোগাযোগ, উপস্থাপনার দক্ষতা সৃষ্টি ও নেতৃত্ব বিকাশ করা।
এই ফ্রি ওয়েবনারটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্রফেশনাল (বিইউপি) সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাবসমূহের প্রধান, সদস্য এবং ছাত্র সহ প্রায় ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
উক্ত ওয়েবনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজী মোঃ মোরতুজা আলী। সিডিপি প্রোগ্রামের বিস্তারিত নিয়ে আলোচনা করেন ডেফোডিল ইউনিভার্সাটির এসোসিয়েট প্রফেসর ড. লিজা শারমিন, বিআইপিডির ফ্যাকাল্টি সদস্য মোহাম্মদ সুজন এবং মোঃ মাহামুদুল ইসলাম বক্তব্য রাখেন।