জীবনের সর্বক্ষেত্রে নাগরিকদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা সত্ত্বেও উন্নত রাষ্ট্রগুলো বীমাকে অপরিহার্য প্রাতিষ্ঠানিক সুরক্ষাকবচ হিসেবে অঙ্গীভূত করেছে। আমাদেরও সেদিকে যেতে হবে। তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, যুক্তরাজ্যের জিডিপিতে বীমা খাতের অবদান ১১ দশমিক ৮ শতাংশ, মার্কিন যুক্তরাষ্ট্রে ৮ দশমিক ১, জাপানে ৮ দশমিক ১, হংকংয়ে ১১ দশমিক ৪, ব্রাজিলে ৩ দশমিক ২, চীনে ৩, ভারতে ৪ দশমিক ১ ও সিঙ্গাপুরের জিডিপিতে বীমা খাতের অবদান ৭ শতাংশ। অথচ বাংলাদেশে এখনো তা ১ শতাংশেরও নিচে রয়ে গেছে। কী ধরনের নীতি গ্রহণ করে এবং নিয়ন্ত্রণ ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন এনে উল্লিখিত দেশগুলো কীভাবে বীমা প্রভাব হার বাড়াতে পেরেছে, সেগুলো অনুসরণ করা যেতে পারে। গ্রাহকের দাবি নিষ্পত্তিজনিত সৃষ্ট আস্থাহীনতা, সুশাসন সংকট দূর করতে আইডিআরএর নজরদারি বাড়াতে হবে।
।