বীমা পেশাজীবীদের প্রাণের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি (বিআইডিএস) বন্দরনগরী চট্টগ্রামে অবস্থানরত ভিন্ন ভিন্ন বীমা কোম্পানির বীমা পেশাজীবীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য এ প্রেসিডেন্ট বলেন, দেশের দশের বীমা শিল্পের উন্নয়নে নিবেদিত প্রাণ হয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি’র সকল নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করে যাবে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সফল বীমা পেশাজীবীদের প্ল্যাটফর্ম সর্বসাধারণের মাঝে ব্যাপক বীমা সচেতনতা বৃদ্ধি ও দক্ষ বীমা পেশাজীবী গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে এবং পেশাজীবীদের স্বপ্নপূরণে অগ্রণী ভূমিকা পালন করবে।
।