বিআইপিডি'র ইন্সট্রাক্টর ও মার্কেটিং ইনচার্জ এহসানুল হক, রোড এক্সিডেন্টে হেড ইনজুরিতে CMH, Chattagram কিছুদিন অসুস্থ থাকার পর, বিআইপিডি 'র নতুন কার্যালয় ২৮ দিলকুশা বা/এ, ১০ তলা, ঢাকায় আজ কাজে যোগদান করেন।
এহসানুল হক সাহেব সুস্থ্য অবস্থায় কর্মস্থানে যোগদান করায় ইন্স্যুরেন্স বিডি নিউজের পক্ষ থেকে রইলো তাঁর জন্য মহান রাব্বুল আলামিন আল্লাহতায়ালার প্রতি রইলো হাজারো শুকরিয়া ও তার জন্য রইলো শুভেচ্ছা ও শুভকামনা।
।