আমরা সমৃদ্ধিময় বিমা সেক্টর গড়তে চাই।
স্বচ্ছ - সুশাসন - ও শক্তিশালী অর্থনৈতিক সেক্টর গড়তে - সংগঠন চর্চার বিকল্প নাই।
স্বাধীনতার ৪৭ বছরে - দেশ আজ অর্থনৈতিক ভাবে অনেক দুর এগিয়ে গেছে। । যা আমাদের স্বস্তি ও আনন্দ দেয়।
বাংলাদেশের বিভিন্ন সেক্টর আজ বেশ অগ্রসর।
এবং প্রতিটা সেক্টরে সংগঠনের চর্চা ব্যাপক হারে লক্ষ্যনীয়। এই অগ্রসর মান সেক্টর গুলো - সংগঠন /এ্যাসোসিয়েশন/ফোরাম/দ্ধারা -- নিজেদের মাঝে সংগঠনের চর্চা বেশ চালিয়ে যাচ্ছে এবং নিজ সেক্টর সহ দেশের জন্য বেশ কল্যানমুলক কার্যসম্পাদন করছে / এবং পাশাপাশি নিজ নিজ সেক্টরে - সু শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। ।
স্বচ্ছ -- সুশাসন ও শক্তিশালী অর্থনৈতিক
সেক্টর গড়তে -- সংগঠন - চর্চার বিকল্প নেই।
----আমাদের মনে রাখতে হবে -----
সংগঠন - চর্চা ছাড়া --সঠিক ভাবে দেশ শাসন করাও সম্ভব নয়। । । সব ক্ষেত্রে সংগঠন অপরিহার্য।
আজ দুঃখ ভরাক্লান্ত হৃদয়ে বলতে হয় ---
বিমা সেক্টরে - বিমা পেশাজীবীদের কোন নিজস্ব সংগঠন ছিল না। । । ।
-- এই ব্যর্থতা কে মুছে ফেলতে ---
ইন্স্যুঃ ডেভেলপমেন্ট এ্যাসোঃ বাংলাদেশ - দেশ ব্যাপি বিমা পেশাজীবীদের এক প্লাটফর্মে আনার প্রয়াসে - প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে এবং অনেক টা সফলতার সহিত সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
বিমা সেক্টর আজ বেশ অগ্রসর -- বিমা সেক্টর আজ বিমা শিল্পে পরিনতত হয়েছে। বিশাল বিমা মার্কেট সৃষ্টি হয়েছে। বিমা শিল্পে প্রায় দুই লক্ষ কোটি টাকার ফান্ড আছে। যা আমাদের জন্য গর্ব করার বিষয়।
আজ অনেকেরই ভাগ্যর পরিবর্তন হয়েছে।
কিন্তু দুঃখের বিষয় -- ব্যতিক্রম রয়ে গেল - বিমা পেশাজীবীরা। । এদের ভাগ্যর পরিবর্তন হলো না।
চলমান ধারা এবং আইনের সঠিক প্রয়োগ না থাকায় -- বিমা পেশাজীবীরা আজ তাদের ভাগ্যর পরিবর্তন ঘটাতে পারে নাই। ।
আজ -- সময় এসেছে -- এই অসুস্থ পরিবেশের দ্রুত পরিবর্তন করার।
বিমা সেক্টরে একরোখা নীতির কারনে আজ বিমা পেশাজীবীরা নিঃস্ব।
কিন্তু সুখের বিষয় --- এই বিমা পেশাজীবীরাই -- এই সুবিশাল -- বিমা শিল্প গড়ে তুলেছে।
এটা গর্ব করার মত বিষয়।
আজ তাদের মুল্যায়ন কোথায় --
বিমা সেক্টরের ভবিষ্যত কি -- কোন রাস্তায় বিমা সেক্টর এগিয়ে যাচ্ছে।
আমরা ভবিষ্যতে কেমন বিমা শিল্প দেখতে চাই?
আজ সময় এসেছে -- বিমা সেক্টরের প্রতিটি পক্ষকে - এক প্লাটফর্মে এসে - বিমা সেক্টর বিকাশে / বিমা উন্নয়নে / ও বিমা পেশাজীবীদের টেকসই ভাগ্যউন্নয়নে - এক যোগে কাজ করা।
সরকার কে সহযোগীতা করা।
পৃথিবীর বুকে -- বাংলাদেশের বিমা সেক্টরকে - আধুনিক - আলোকিত - ও টেকসই উন্নয়নে নিরাপদ বিমা শিল্প হিসাবে গড়ে তুলি।
---- আসুন আর বিভেদ নয় ---
বিমা সেক্টর উন্নয়নে একযোগে কাজ করি।
----- ইন্স্যুঃ ডেভেলপমেন্ট এ্যাসোঃ বাংলাদেশ -- দেশের সকল বিমা পেশাজীবীদের সংগঠন ---
এই সংগঠন কে গড়ে তোলার দায়িত্ব -- আমাদের সবার -----
বিমা পেশাজীবীদের টেকসই ভাগ্য উন্নয়নে -
আমরা সবাই একযোগে কাজ করি এবং ইন্স্যুঃ ডেভেলপমেন্ট এ্যাসোঃ বাংলাদেশ কে শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে তুলি। ।
ধন্যবাদ -------
এম জিএম সজল।
প্রতিষ্ঠাতা - চেয়ারম্যান ""
ইন্স্যুঃ ডেভেলপমেন্ট এ্যাসোঃ বাংলাদেশ --
idab.org17@gmail.com