ঢাকা ব্যাংক লিমিটেডের ফেনী শাখার প্রিন্সিপাল অফিসার ও ঋণ কর্মকর্তা গোলাম সৈয়দ রাসেবকে সাত কোটি আট লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের দায়ে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে দুদকের একটি দল রাজধানীর কাকরাইলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
অভিযোগ অনুযায়ী, গোলাম সৈয়দ রাসেব ঢাকা ব্যাংকের ফেনী শাখায় কাজ করার সময় ২০১৮ সালের জুন থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত ৩৮ জন গ্রাহকের হিসাব হতে নানান অংকের অর্থ বিভিন্ন ব্যক্তির হিসাবে প্রতারণার মাধ্যমে স্থানান্তর এবং পরস্পর যোগসাজশে উত্তোলন করে আত্মসাৎ করেন।
এ বিষয়ে ব্যাংকের ফেনী শাখার ব্যবস্থাপক মো. আক্তার হোসেন বাদী হয়ে গত ১৯ মার্চ ফেনী মডেল থানায় মামলা করেন।
সূত্রঃ দৈনিক জরুরী বার্তা
।