বীমা গ্রাহকদের অভ্যর্থনা দিলো আস্থা লাইফ ইন্স্যুরেন্স
১৮ মার্চ, ২০২১   |   Admin Post

Photo

আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর এসকেএস নিজস্ব কার্যালয় তাদের বীমা গ্রাহকদের উৎসাহ প্রদানের লক্ষে এ অভ্যর্থনা দেওয়া হয় এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মনিরুল গণিসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

সাম্প্রতিক খবরবীমা সংবাদ

ঠিকানা: ১২/৬, সলিমুললাহ রোড, মোহামমদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ।
মোবাইল: ০১৭২৬-২৩৪৬৮২, ০১৯১০-৯১০৮৩৮, ০১৬১৩-০২০৯৯০
ইমেইল: insurancebd.news@gmail.com, info@insurancebd.news